December 22, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষুব্ধ অমর্ত্য সেন

দক্ষিণাঞ্চল ডেস্ক

‘ভারত-বিরোধী অবস্থানের অভিযোগে’ বিশ্বভারতীর এক বাংলাদেশি শিক্ষার্থীকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

তিনি বলেছেন, ‘খবরের কাগজে যেটা দেখেছি তাতে ওই ছাত্রী বিরোধীদের একটি ছবি ইন্টারনেটে পোস্ট করেছিলেন, সেই অপরাধে যদি দেশ ছাড়তে হয় সেটা খুব লজ্জার। এটা আমি মানতে পারছি না। সংবাদপত্রের খবর ছাড়া আমার কাছে কোনও হাতে-গরম রিপোর্ট নেই। তাই ওই পড়ুয়াকে দেশ ছাড়তে বলার পিছনে কোনও অকাট্য যুক্তি খুঁজে পাচ্ছি না।’

বিশ্বভারতীতে অধ্যয়নরত বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম আফসারা আনিকা মীম। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) বিরোধী ছাত্র বিক্ষোভে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতেই কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, দিল্লির ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন অমর্ত্য সেন। শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি ভারতবাসী এটা আমার গর্ব, কিন্তু দিল্লির ঘটনায় আমরা লজ্জিত। দিল্লির ঘটনায় পুলিশ ব্যর্থ। ভারতবাসী হিসেবে চিন্তাভাবনা করার দিন এসেছে আমাদের। বিরোধিতা করা মানেই দেশের শত্রæতা করা নয়। বিরোধী মত না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। আমাদের দেশের গণতন্ত্র সঙ্কটের মুখে দাঁড়িয়েছে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *