December 22, 2024
জাতীয়

বরিশালে ৯ জেলের মরদেহ উদ্ধার

দক্ষিণাঞ্চল ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর মরদেহগুলো উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার  উপ-পরিদর্শক (এসআই) কমল জানান, রোববার (১০ নভেম্বর) ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে।

এরআগে, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১০ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওইদিন রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল­াপুর ইউনিয়নের বাসিন্দা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *