বটিয়াঘাটায় ৫ হাজার মিটার জাল জব্দ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তর ও কোষ্ট গার্ড পশ্চিম জোন এর যৌথ সমন্বয়ে গতকাল সকাল ৮টার দিকে কাজীবাছা নদী মৎস্য সংরক্ষণ আইনের আওতায় এক ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রেনু পোনা ধরার ৯টি জাল, ৬টি বেহুন্দি জাল ও ৩টি বেড় জালসহ সর্বমোট ৫ হাজার মিটার জাল জব্দ করে। পরে তা এক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
আদালত পরিচালনা কালে উপজলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কোষ্টগার্ডের পেটি অফিসার জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোনায়েম খান প্রমূখ উপস্থিত ছিলেন।