বটিয়াঘাটায় সামাজিক অবক্ষয়, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে মতবিনিময় সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটায় মুজিব বর্ষ উপলক্ষ্যে সামাজিক অবক্ষয়, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে এক মতবিনিময় সভা জলমা কচুবুনিয়া মিলন যুব সংঘের আয়োজনে গত শনিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুকন্ঠ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা সুবির মল্লিকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির। বিশেষ অতিথি ছিলেন আলোকিত মুকুল সংস্থার চেয়ারম্যান রকিবুল জাহিদ মুকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রদীপ বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার, তপতি বিশ্বাস, নিলা মিস্ত্রী, মুক্তিযোদ্ধা শিবপদ রায়, এ্যাড. অনিল কুমার মল্লিক, এস আই সুপ্রভাত বিশ্বাস, আ’লীগ নেতা বিধান হালদার, দেবপ্রসাদ রায়, মিলন রায় চৌধুরি, কৃষ্ণপদ বৈরাগী, আনন্দ সরকার, বন্দনা রায়, প্রশান্ত রায়(ঘেদু) প্রমূখ।