বটিয়াঘাটায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী মতবিনিময়
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা বিট ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল কবির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান বিউটি মন্ডল, এস আই রাজিউল আমিন, এস আই প্রকাশ চন্দ্র বাছাড়, এস আই নূর মোহাম্মদ, এ এস আই গনপতি সরকার, ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, অলোকেশ সরদার, প্রসেনজিত গোলদার, ইউপি সদস্যা রমা রানী মন্ডল এবং গ্রামপুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মত বিনিময় সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ নির্মূল ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ এবং এলাকায় ভাড়াটিয়াদের তথ্য প্রদানসহ বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদ এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।