বটিয়াঘাটায় সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধে সভা
বটিয়াঘাটা প্রতিনিধি
সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক প্রতিরোধ বিষয়ক এক সভা গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বটিয়াঘাটা উপজেলার ৩টি ইউনিয়নে অনুষ্ঠিত হয়। উপজেলার আমিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়াম্যান মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সি সার্কেল) মোঃ আছাদ্জ্জামান। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি রবিউল কবির, ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম হাসান, ইউপি চেয়াম্যান ইসমাইল হোসেন বাবু, প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাজাহান শেখ, পুলিশিং ফোরামের সভাপতি মাস্টার ইসারত হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার সাহেব আলী, সমাজসেবক মনিরুজ্জামান, এসআই তারিকুজ্জামান প্রমূখ। সভায় প্রধান অতিথি সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদকের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে সংবাদ ও তথ্য প্রদান করে সহযোগীতা করার আহবান জানানো হয়।