October 30, 2024
আঞ্চলিক

বটিয়াঘাটায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত

 

 

 

তথ্য বিবরণী

খুলনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘ভিশন-২০২১: উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে সচেতনতা সৃষ্টি’ কর্মসূচির আওতায় বাটিয়াঘাটার ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। সভাপতিত্ব করেন ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের সচিব সৌমিক রায়। স্বাগত জানান জেলা তথ্য অফিসের উপপরিচালক গাজী জাকির হোসেন।

মহিলা সমাবেশে ভিশন-২০২১ এর মাধ্যম আয়ের বাংলাদেশ ও ভিশন-২০৪১ উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে নারীদের সচেতনতা বাড়াতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশসহ বাল্যবিয়ে, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রসঙ্গত: খুলনা জেলা তথ্য অফিস সংশ্লিষ্ট কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলে সঙ্গীতানুষ্ঠান, উঠান বৈঠক, আলোচনা সভাসহ অন্যান্য প্রচার কাজ অব্যাহত রেখেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *