January 15, 2025
আঞ্চলিক

বটিয়াঘাটায় পৈত্রিক সম্পত্তি ভোগ-দখলে বাঁধা দেওয়ার অভিযোগ

 

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার দূর্গাতলা এলাকায় আদালতে দেওয়ানী মামলা চলমান থাকা স্বত্তেও পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি শরীকগন সুষ্ঠু ভোগ দখলে বাধা সৃষ্টি ও জীবন নাশের হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জিয়াউর রহমান বরাবর এক লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্ত ভোগী নিত্যলাল রায়। সে জলমা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দুর্গাতলা এলাকায় মৃত ধীরেন্দ্র নাথ রায় এর পুত্র।

অভিযোগের জানা যায়, উপজেলা জলমা ইউনিয়নের দূর্গাতলা এলাকার চিহ্নিত ভূমিদুস্য চিত্তরঞ্জন রায়, নিভানন রায়, তপন রায় ও অভিজিৎ রায়, সহ এক দল দালাল মিলে আমার পৈত্রিক ওয়ারেশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি পূর্ব পুরুষগনের আমল থেকে নিজেরা চাষবাদ, রক্ষনা-বেক্ষনা ও ভোগ দখল করে আসছি। শরীকগন উক্ত সম্পত্তি ভোগ দখল করাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের হিসাবে বিজ্ঞ আদালতে দেওয়ানী ২৩৫/ ৮১ ও ২৪৩/১১ নং মোকদ্দামা চলমান আছে। বিবাদীরা বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান থাকার পরও আমার ও আমার ভাইদের ভোগ দখলে বাধা সৃষ্টি করছে। ইতিপূবে সাচিবুনিয়া আর,এস ২৫৮ নং খতিয়ানে ১২৬৯,১২৭০,১২৭২,১২৮০ ও ১৩১৫ দাগে মোট জমির পরিমান ৩.৪৫ একর। যাহা বিজ্ঞ দেওয়ানী আদালতে ভাগ বাটোয়ারা মামলা চলমান রয়েছে। এছাড়া বিবাদীদের বিরুদ্ধে লবনচরা থানায় ৮৯১ নং সাধারন ডায়রী রয়েছে। অন্যদিকে বিবাদী দিবদাস রায় এর সহযোগীতায় বিধান চন্দ্র দত্ত, বিকাশ দত্ত, ঠাকুর দাস চৌধুরী ও বিধান চন্দ্র রায় সরকারী বাগের খাস খাল ব্যক্তি মালিকানায় রেকর্ড করিয়ে ৪৪২ নং খতিয়ানে ৪ দাগে ২.৮৩ একর সম্পত্তি বিক্রয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে ভূক্তভোগীরা ঐ সকল ভূমিদস্যূদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার উর্দ্ধতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *