বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে অগ্নিকাণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
বঙ্গবন্ধু সেতুতে ‘চাকা ক্ষয় হয়ে ঘর্ষণে’ একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় এক ঘণ্টা সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে সেতুর ৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এসআই বলেন, উত্তরবঙ্গগামী রডবোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেতু দিয়ে যানচলাচল ও টোল আদায় বন্ধ হয়ে থাকে। ট্রাকের পেছনের চাকা ক্ষয় হয়ে ঘর্ষণের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে এসআই বলেন, ট্রাকটি সরিয়ে নেওয়ার পর বেলা ১টার দিকে সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।