বঙ্গবন্ধুর সমাধিতে খুবি শিক্ষক সমিতির শ্রদ্ধাঞ্জলি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির নব নির্বাচিত সদস্যবৃন্দ গতকাল শনিবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর শিক্ষকবৃন্দ বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে তাঁর ও তাঁর পিতা মাতাসহ পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনসহ সমিতির নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও খুবির আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, রসায়ন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খঃ মাহফুজ উদ দারাইনসহ অন্যান্য শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।