January 15, 2025
জাতীয়

বগুড়া উপনির্বাচনে জয়ী বিএনপির সিরাজ 

 

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজ জয়লাভ করেছেন। গতকাল সোমবার ইভিএমে ভোট শেষ হওয়ার সাড়ে তিন ঘণ্টার মাথায় জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ ফলাফল ঘোষণা করেন।

ধানের শীষ প্রতীকে গোলাম মো. সিরাজ পেয়েছেন ৮৯ হাজার ৭৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আওয়ামী লীগ প্রার্থী এস এম টি জামান নিকেতা নৌকা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ২৯৭ ভোট। একাদশ জাতীয় সংসদে বিএনপির আসন সংখ্যা ৬। এছাড়া সংরক্ষিত আসনের একজন নারী সদস্য রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদরের এ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য হওয়া এ আসনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ইভিএমে ভোট চলে।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ কংগ্রেস, মুসলিম লীগ ছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৯১ হাজার ৬৬৮ জন ও মহিলা এক লাখ ৯৫ হাজার ৭৯০ জন। ১৪১টি ভোটকেন্দ্রের ৯৬৫টি ভোটকক্ষ রয়েছে।

নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত দলের বগুড়া জেলা যুগ্ম সম্পাদক এস এম টি জামান নিকেতা (নৌকা), বিএনপির প্রার্থী দলের জেলা আহŸায়ক সাবেক এমপি গোলাম মো. সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলের জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু (ট্রাক) ও মো. মিনহাজ (আপেল)।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই লাখ পাঁচ হাজার ৯৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মহাজোট প্রার্থী জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর পেয়েছিলেন ৩৮ হাজার ৯৬১ ভোট।

সংসদে ৩০০ আসনের মেেধ্য আওয়ামী লীগ ২৫৮,  জাতীয় পার্টি ২২, বিএনপি ৬, ওয়ার্কাস পর্টি ৩,  জাসদ ২, বিকল্প ধারা ২, গণফোরাম ২, তরিকত ফেডারেশন ১, জেপি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি আসনে জিতেছেন। এছাড়া সংরক্ষিত আসনের মধ্যে রয়েছে আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, বিএনপি ১, ওয়ার্কাস পর্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীর ১টি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *