বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে নিহত ৩
দক্ষিণাঞ্চল ডেস্ক
বগুড়া সদরে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় মানিকচক বাজার এলাকায় ঢাকা-বগুড়া ২য় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলবাড়ী ফাঁড়ির এস আই শহিদুল ইসলাম জানান।
নিহতদের দুজন হলেন বগুড়া সদরের শাখারিয়া এলাকার সামিউলের ছেলে ইব্রাহীম (৫) ও কর্তপুর গ্রামের জয়নালের ছেলে সাবেদ আলী (২৮)। আরেকজনের (২৭) পরিচয় জানা যায়নি। এরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।
এস আই শহিদুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে মানিকচক বাজারে ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইব্রাহীম ও সাবেদ আলীর মৃত্যু হয়। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ (মেডিকেল) আব্দুল আজিজ মন্ডল জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম ও সাবেদ আলীর মৃত্যু হয়েছে।