January 3, 2025
আঞ্চলিক

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালিত

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মিল গেটে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ বলেন, আগামী ২৯ ডিসেম্ভর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিলগেটে অবস্থান কর্মসূচি পালন করবে শ্রমিকরা  এর মধ্যে তাদের সৃষ্ঠ সমস্যার সমাধান না হলে আগামী ৩০ ডিসেম্ভর শুক্রবার বিকাল ৩টায় মিলগেটের সামনে শ্রমিক সমাবেশের মাধ্যমে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।

মিল শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মোঃ আছহাব উদ্দিনের সভাপতিত্বে ও বেসরকারী পাট, সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক এর পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ শহিদ সরদার, মোঃ আনোয়ার হোসেন, নুর ইসলাম, মান্নান, মোঃ ইকবাল, হুমায়ুন, সুলতান শেখ, আইনউদ্দিন, মাহাবুব, আমির মুন্সি, শেখ বাবুল হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *