December 26, 2024
জাতীয়

ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে

দক্ষিণাঞ্চল ডেস্ক
চট্টগ্রামে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ট্রেনে চাকায় কাটা পড়েছেন এক ব্যক্তি। গতকাল শনিবার বিকাল তিনটার দিকে নগরীর ষোলশহরে এ ঘটনায় নিহতের নাম মো. হজরত আলী স্বাধীন (৪৮)। তিনি নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার বাসিন্দা। স্বাধীন দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার মৃত নিজাম উদ্দিন সরকারের ছেলে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জাকির হোসেন বলেন, বাসা থেকে বেরিয়ে রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন স্বাধীন। সেসময় তিনি ফোনে কথা বলছিলেন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন হুইসেল দিয়ে আসছিল। পথচারীদের কয়েকজন স্বাধীনকে ডাকলেও তিনি শুনতে পাননি। তিনি ট্রেনে কাটা পড়েন। নিহত স্বাধীন পাঁচ বছর আগে পল্লী বিদ্যুতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বলে তার পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *