ফেরদাউস মেমোরিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ফেরদাউস মেমোরিয়াল স্কুলের ৬ষ্ঠ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান নির্বাহী মো: মনিরুজ্জামান রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রিন্সিপাল তানিয়া রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির দাতা পর্ষদের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল মান্নান, বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব, খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী শেখ আশরাফ উজ জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাম্মী আক্তার, নুসরাত জাহান, ফাতেমা আক্তার, ফাতেমা আক্তার হিপু, সুমাইয়া শিমু, জেসমিন, আকলিমা, ইয়াসিন হাবীব, শাকিলা পারভীন, মিসেস স্বপ্না প্রমুখ।