ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ীর পাশে টিনের চাল কেটে দোকান চুরি
খানজাহান আলী থানা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ীর মাত্র ১শ গজ দূরে হায়দার ষ্টোরের টিনের চাল কেটে চুরি সংগঠিত হয়েছে। চোরেরা নগদ টাকাসহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অজ্ঞাত কারনে থানায় জিডি হয়নি।
হায়দার ষ্টোরের মালিক হায়দারের পিতা মোতালেব মাষ্টার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে দোকান চুরির খবর পেয়ে দোকানে এসে দেখি দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২১ হাজার টাকা, বিভিন্ন ব্যান্ডের প্রায় ২০হাজার টাকার সিগারেট, অন্যান্য মালামাল সহ প্রায় ৪৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, পাশেই পুলিশ ফাঁড়ী তাছাড়া রাতে নাইট গার্ড থাকার পরও চুরি হওয়ায় দোকানদাররা উদ্বিন্ন। মাস খানেক আগে পাশের একটি দোকনের পিছনের বেড়া ভেঙ্গে ক্যাশ থেকে নগদ টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
ফাঁড়ির ইনচার্জ এস আই সোহেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি বড় কোন ঘটনা না ঘটনায় এবং ভুক্তভোগীরা মামলা না করায় কোন পদক্ষেপ গ্রহণ করতে পারিনি।