ফার্মগেটে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীর ফার্মগেটে বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তানজিলা আক্তার হীরা (১৬) এ বছর মহাখালীর সিভিল এভিয়েশন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় পাশ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. সেন্টু মিয়া জানান।
তিনি বলেন, হীরা ও তার মা সালেহা বেগম রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষার করছিলেন। এ সময় স্বাধীন পরিবহনের একটি বাস হীরাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হীরাকে দ্রুত সোহরাওযার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাসচালক আব্দুল গণিকে আটক এবং বাসটি জব্দ করা হয়েছে বলে সেন্টু মিয়া জানিয়েছেন। নিহত হীরাদের বাসা ঢাকার পশ্চিম নাখালপাড়ায়, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে।