ফকিরহাট মূলঘরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রমে সোমবার সকাল ১০টায় নবলোক পরিষদ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে চর্ম ও যৌন রোগের চিকিৎসা বিষয়ে বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির সমন্বয়কারি মোঃ আব্দুল হান্নান। প্রবীন প্রকল্প অফিসার মোঃ আবুল কালাম আজাদের সঞ্চলনায় এসময় চর্ম ও যৌন বিশেষজ্ঞ সহদেব কুমার অধিকারী, ডাঃ প্রকাশ দেবনাথ, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মারুফ আহম্মেদ, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন প্রমূখ।