ফকিরহাট গ্রাম আদালতের বিষযক কর্মশালা অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়ে) প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপি গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।
গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোসাঃ মাজেদা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সাথি ও গ্রাম আদালতের জেলা সমন্বয়কারি আলিউল হাসনাত, ডিষ্ট্রিক ফ্যালিটেটর মহিতোষ কুমার রায় প্রমূখ। এসময় এস আই মমতাজ খাতুন, বিভিন্ন মহিলা ইউপি সদস্য ও গ্রাম আদালত সহকারিগন উপস্থিত ছিলেন।