ফকিরহাট ইউনিয়নে সেবা ভিশন কার্যক্রম বিষয়ক সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার বেলা ১১টায় ফকিরহাট ইউএনও কর্তৃক গৃহীতা জনসেবামূলক প্রকল্প সেবা ভিশন প্রতিক্রিয়া ও পরামর্শ প্রদান বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও এর কার্যলয় থেকে ভিডিও কলের মাধ্যমে ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের সহায়তায় সেবা গ্রহীতাদের তাৎক্ষনিক সমাধান বিষয়ে আলোচনা করা হয়।
সদর ইউনিয়ন চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। ইউপি সচিব মোঃ সাইফুল ইসলামের সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, শিক্ষক শেখ রফিকুল ইসলাম, উদ্যোক্তা ডালিয়া আক্তার ও শেখ ফিরোজ হোসেন সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।