January 15, 2025
আঞ্চলিক

ফকিরহাটে ৭টি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি  

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি  

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের রুদ্রগাতী গ্রামে আকস্মিক এক অগ্নিকান্ডের ঘটনায় ৭টি বসতঘর পুড়ে ৮০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

 

স্থানীয়রা জানায়, বুধবার আনুমানিক দুপুর ২টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে স্যালো মেশিনের মাধ্যমে আগুন নেভাতে সক্ষম হলেও ৬টি পরিবারের ৭টি ঘর সহ সকল জিনিসপত্র পুড়ে ভস্মিভ‚ত হয়ে যায়। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছায়ে আগুন সম্পূর্নভাবে নিস্ক্রীয় করে। ঘটনার সময় কোন বাড়ীতে কেউ ছিলেন না বলে ভুক্তভোগীরা জানায়, এসময় এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়ে। জানা গেছে, সুশান্ত বিশ্বাসের বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।  

 

এ ঘটনায় ৬টি বসতঘর সহ ১টি মটরসাইকেল, নগদ টাকা, স্বর্নালংকার, ২টি ফ্রিজ, ৪টি টিভি, ২টি কম্পিউটার, ধানের গোলা, আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র। এই ঘটনায় ঘরগুলোর আশে পাশের গাছপালা পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা ধারনা করছেন বিদ্যুতের সর্ট সার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন সুশান্ত বিশ্বাস, রনজিৎ বিশ্বাস, গনপতি বিশ্বাস, সুমঙ্গল বিশ্বাস, অরুন সরকার, সুধাংশু সরকার। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন ্এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে শান্তনা দেন।   

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *