ফকিরহাটে প্রবীণদের সহায়তা প্রদান ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর বানিয়াখালী সৎসঙ্গ আশ্রম চত্ত¡রে গতকাল বুধবার সকাল ১০টায় নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বিশেষ সহায়তা প্রদান সরুপ হুইল চেয়ার ও ওয়াকিং স্টিক বিতরণ করা হয়। অপরদিকে সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় (চর্ম ও যৌন) রোগের চিকিৎসা সেবা বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের উপ-নির্বাহী পরিচালক মোঃ আলতাফ হোসেন।
সমৃদ্ধি কর্মসুচির সমন্বয়কারী মোঃ আব্দুল হান্নান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবলোক পরিষদের পরিচালক মুহ: ফকরুল ইসলাম, ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, অনাদী বিশ্বাস, ডাঃ মহাদেব অধিকারী, ডাঃ আহসান প্রমূখ। এসময় কর্মসুচির প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, উদ্যোগ কর্মকর্তা নুর ইসলাম হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুনসহ প্রবীনগণ, আগত রোগী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।