October 30, 2024
আঞ্চলিক

ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

দেশের অন্যান্য স্থানের ন্যায় সোমবার থেকে ফকিরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠ, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। ফকিরহাটে মোট ৩টি কেন্দ্র ও ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। এরমধ্যে ফকিরহাট কাজি আজহার আলী কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৮৭জন শিক্ষার্থী। অত্র কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান হাওলাদার। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার সরদার আমজাদ হোসেন, হল সুপারের দায়িত্ব পালন করেন সহকারি অধ্যাপক শেখ আঃ রকিব এবং মহিলা কলেজ প্রতিনিধি হিসেবে ছিলেন সহকারি অধ্যাপক তাপস কুমার বিশ্বাস। অপরদিকে, সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ২১৮জন শিক্ষার্থী এবং বিএম শাখার রয়েছে ৫৪৯জন। এছাড়া ভৈন্যু ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ে বিএম শাখার প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের মোট পরীক্ষার্থী ২৯৪জন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *