December 22, 2024
আঞ্চলিক

প্রি-পেইড মিটার সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন ১৫ জুলাই

 

খবর বিজ্ঞপ্তি

ওজোপাডিকো কোম্পানি আইন বাস্তবায়ন করছে। সরকারের লক্ষ্য বাস্তবায়নে নেই কোন পদক্ষেপ। কোম্পানি গ্রাহকদের সেবা দিকটি বিবেচনা করছে না বরং সরকারকে লাভজনক প্রতিষ্ঠানে দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সরকার যখন ঘরে ঘরে আলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, বিদ্যুৎ সংকট নিরসনের জন্য নতুন নতুন প্লান্ট তৈরি করছে ঠিক তখনই ওজোপাডিকো গ্রাহককে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেফতার করছে। এভাবে চলতে দেওয়া যায় না। ওজোপাডিকোর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ২২ জেলার নাগরিকরা ঐক্যবদ্ধ হয়েছে।

গতকাল শনিবার বিকাল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাখ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলী সদস্য মফিদুল ইসলাম, এস এম ফারুখ উল ইসলাম, ন্যাপ নেতা তপন রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনিরুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা মোঃ শাহাজাহান পারভেজ, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, নাগরিক নেতা শাহিন জামান পন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক নেতা সেলিম বুলবুল, শেখ মোঃ হালিম, উপকূল উন্নয়ন ভাবনার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ আশরাফ উদ্দিন, মোঃ শহীদুল হাসান, এম এম মনিরুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ১৫ জুলাই খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *