December 21, 2024
আঞ্চলিক

প্রতিবন্ধীদের জীবন বিকাশে বর্তমান সরকার আন্তরিক : সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষা-দীক্ষা ও খেলাধুলার পর্যাপ্ত সুযোগ পেলে প্রতিবন্ধীরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখতে পারছে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবন বিকাশে আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে সিটি মেয়র বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে তাদের জীবন বিকাশের পথ আরো সুগম হবে। প্রতিবন্ধীদের বোঝা না ভেবে পরিবারকে বিদ্যমান সুযোগ সুবিধা গ্রহণে উদ্যোগী হতে হবে।

সিটি মেয়র গতকাল বুধবার সকালে নগরীর শহীদ হাদিস পার্কে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। স্বেচ্ছাসেবী সংস্থা ব্রাক এ প্রতিযোগিতার আয়োজন করে। সংস্থাটির শিক্ষা কর্মসূচীর আওতায় পরিচালিত কিশোরী ক্লাবের প্রায় একশত প্রতিবন্ধী শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সিটি মেয়র বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা যেন তাদের সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে সেজন্য সমাজের সকলেরই সহযোগিতার হাত বাড়াতে হবে। সকলে এগিয়ে আসলে এ সকল শিশুরা একদিন মানবসম্পদে পরিণত হবে।

ব্রাক-এর শিক্ষা কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক শিপ্রা বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্থার কর্মসূচী সংগঠক পলাশ সরকার, সেক্টর স্পেশালিস্ট প্রণিত মন্ডল, আনোয়ার হোসেন, প্রজেক্ট এ্যাসোসিয়েট সুমন সরকার প্রমুখ বক্তৃতা করেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *