February 5, 2025
জাতীয়

পিরোজপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

দক্ষিণাঞ্চল ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের কল্লাকাটা ব্রিজ সংলগ্ন ইলিয়াসের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান।

গ্রেপ্তারকৃত নয়ন মোল্লা (১৯) জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের মজিবর মোল্লার ছেলে এবং আরিফুল ইসলাম (২০) জরিপের চর গ্রামের বাদশার ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনার মামলা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্কুল ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, দশম শ্রেণির ওই স্কুল ছাত্রী গত রোববার রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওই দুইজন দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে কল্লাকাটা ব্রিজ সংলগ্ন ইলিয়াসের বাসায় নিয়ে আটকে রাখে।

এরপর নয়ন মোল্লা ও আরিফুল ইসলাম গভীর রাত পর্যন্ত দলবেঁধে ধর্ষণ করে। ওই কিশোরী বাসায় না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুলিশকে জানায় তারা।

গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শশ শহিদুল ইসলাম ইলিয়াসের বাসা থেকে ওই দুইজনকে রাত সাতে ৩টার দিকে আটক করে ছাত্রীকে উদ্ধার করে বলে জানানো হয়েছে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *