পিতৃত্ব অস্বীকার করায় চুয়াডাঙ্গায় একজনের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
পিতৃত্ব অস্বীকার করায় চুয়াডাঙ্গায় হাশেম আলী নামের একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরে চুয়াডঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায়ে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ২৬ ডিসেম্বর দামুড়হুদা উপজেলার সুলতান গ্রামের কাজুলী খাতুনের সাথে বিয়ের প্রলোভনে একই গ্রামের হাশেম আলী শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে কাজুলী অন্তঃসত্ত¡া হয়ে পড়ে। এতে হাশেম আলীকে বিয়ের জন্য চাপ দিলে সে তা অস্বীকার করে। পরে আদালতে মামলা করে কাজুলী খাতুন।
মামলা চলাকালে ২০১৬ সালে কাজুলী একটি কন্যা সন্তান জন্ম দেন। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে কাজুলীর সন্তানের পিতৃত্ব নিশ্চিত করা হয়। এ মামলায় চার জন সাক্ষীকে পরীক্ষা করা হয়। এতে অভিযুক্ত হাশেম আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করে।