পাটকেলঘাটায় মাদক মামলায় গ্রেফতার ৪
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটায় মাদক মামলার ৪ গ্রেফতারী পরোয়ানা জারিকৃত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাটকেলঘাটার বাসুদেব দাশের পুত্র মোহন দাশ কে জি আর ০৯/১৯, সোহরাব মোড়লের পুত্র ইয়াছিন আরাফাত সুমন কে সি আর ১৯/১৯, ফরিদ হোসেনের পুত্র এজাজুল হক কে দেবহাটা থানার জি আর ৪৩/১৩ এর মামলায় ও বড়বিলা গ্রামের সাকাউদ্দীন মোড়লের পুত্র নুর আহম্দে মোড়ল কে জি আর ১৬৪/১২ এর মামলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।