পাটকেলঘাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার সরুলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই কর্তৃক আ’লীগ নেতা ও নাট্যশিল্পী মৃত বলয় ঘোষের পুত্র দীনেশ ঘোষ (৭০) কে বেড়ক মারপিট করায় থানায় লিখিত অভিযোগ। ঘটনাটি গত শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে সরুলিয়ার নিজ বাড়িতে ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সরুলিয়া মৌজার আরএস ২৩৩ নং দাগে ০৬০০ শতাংশ জমির মাথায় বেড়া সংস্কারের কাজ করছিলেন দীনেশ ঘোষ। পাশের জমিতে কাজ করতে থাকা তারই আপন চাচাতো ভাই সরুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কল্যাণ ঘোষ জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রæতার জের ধরে কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতে থাকা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি স্বজোরে আঘাত করে তাকে গুরুতর আহত করে। তাৎক্ষণিক ডাঃ প্রশান্ত কুমার ঘোষের বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেয় দীনেশ ঘোষ। পরে অবস্থার অবণতি ও এক্্ররে করার জন্য ডাঃ মধুসুদনের স্বাগতা ক্লিনিকে ভর্তি করে। প্রাণহানির ভয়ে বর্তমানে দীনেশ ঘোষ আতঙ্কিত রয়েছেন। এ ঘটনার তিনি সুষ্ঠু বিচার ও নিরাপত্তার কারণে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।