December 21, 2024
আঞ্চলিক

পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন

খুলনায় এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

 

দ: প্রতিবেদক

পাটকল শ্রমিকদের সমর্থনে গতকাল সকালে নগরীতে বিক্ষোভ ও মিছিল করেছে জেলা ও নগর ওয়ার্কার্স পার্টি। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। পরে তিনি খালিশপুর, আফিলগেট শিল্পাঞ্চলের শ্রমিকদের সাথে একাত্মতা ঘোষণা করেন।

ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব। তাঁর সময়েই বন্ধ মিল চালু হয়েছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি চক্র সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। তারা প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের যৌক্তিক দাবি তুলে ধরছে না। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।

দলটির নেতারা আরও বলেন, সরকার বৈশাখী ভাত দিচ্ছে। সরকারি কর্মকর্তাদের একের পর এক সুযোগ বাড়াচ্ছে। আর শ্রমিকরা না খেয়ে রাজপথে মরছে। এদেশে দুই নীতি চলতে পারে না। অবিলম্বের শ্রমিকদের ১১ দফা বাস্তবায়ন করতে হবে। একই সাথে মিল বাঁচতে সরকারি উদ্যোগ নিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন পার্টির জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য দীপংকর সাহা দিপু, নগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক উল ইসলাম, দেলোয়ার উদ্দিন দিলু, শ্রমিক নেতা খলিলুর রহমান, নারায়ন সাহা, হাফিজুর রহমান, আরিফুর রহমান বিপ্লব প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *