January 15, 2025
আঞ্চলিক

পাইকগাছা বনানী সংঘের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা বনানী সংঘের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও স্ধাারন সভা গতকাল শনিবার বিকালে পাইকগাছা আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বনানী সংঘের প্রতিষ্ঠাতা এ্যাডঃ স.ম বাবর আলী।
এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, এ্যাডঃ আলহাজ্ব জি,এ সবুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সোনালী ব্যাংক ম্যানেজার তরুন জ্যোতি, জনতা ব্যাংক ম্যানেজার মৃনাল কান্তি মন্ডল, প্যানেল মেয়র ইমদাদুল হক, সরদার নাজিম উদ্দীন, জিএ রশিদ, লন্ডন প্রবাসী আব্দুল আজিজ। এদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় সাবেক সহযোগী অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম সভাপতি ও কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *