October 30, 2024
আঞ্চলিক

পাইকগাছায় ৫ হাজার জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

 

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় সরকারিভাবে প্রায় ৫ হাজার জেলেদেরকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২০ মে থেকে ১৯ জুন এক মাসের জন্য প্রত্যেক জেলেদেরকে ৪০ কেজি করে মোট ১৯৪.৫২ মেট্রিকটন চাল প্রদান করা হয়। উল্লেখ্য, দেশের সাগরে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সব ধরণের মাছ আহরণ বন্ধ রয়েছে। এ সময় সাগরে মাছ আহরণ করে যে সব জেলেরা জীবিকা নির্বাহ করে থাকে তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে সরকার খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে। নিষেধাজ্ঞা এ সময়ের জন্য দেশের সকল জেলেরা প্রতি মাসে মাথা পিছু ৪০ কেজি করে খাদ্য সহায়তা পাবেন। সরকারি এ সহায়তার অংশ হিসাবে পাইকগাছার ৪ হাজার ৮৬৩ জন জেলেকে প্রথম বারের মত প্রত্যেককে ৪০ কেজি করে মোট ১৯৪.৫২ মেট্রিকটন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা মৎস্য দপ্তর কর্তৃপক্ষ ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরদের মাধ্যমে জেলেদের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা হিসাবে চাল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, উপজেলা খাদ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ গাজী ও ইউপি সদস্য জাহান আলী।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *