পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হলো
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ২৪১টি কেন্দ্রে ৪৮২জন স্বেচ্ছাসেবক ৬-১১ মাস বয়সী ২ হাজার ৬৪৫ ও ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৯১২জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।
এদিকে সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এএসএম মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ইমদাদুল হক, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইপিআই এমপি সাহানারা পারভীন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নূরালী মোড়ল, স্বাস্থ্য সহকারী মুজিবর রহমান বুলি, চায়না রাণী ও জয়শ্রী মন্ডল।