পাইকগাছায় সন্দেহজনক ২ ব্যক্তি আটক
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা থানা পুলিশ সন্দেহ জনক ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃত সাদ্দাম হোসেন (২৬) পুরাইকাটী গ্রামের জনাব আলী মোড়লের ছেলে ও সাব্বির হোসেন (২২) গোপালপুর গ্রামের শাহবুদ্দীন সরদারের ছেলে। ওসি আমিনুল ইসলাম বিপব জানান, রোববার গভীর রাতে আটককৃত ২ ব্যক্তি বোয়ালিয়া ব্রীজ সড়কের বোয়ালিয়া মোড় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল। গতিবিধি সন্দেহ হলে থানার এএসআই মহিবুল্লাহ, রোকন ও আলমগীর তাদেরকে আটক করে। আটককৃত সাদ্দামকে ৩৭ (৭) ১৮ এবং সাব্বিরকে ৩২ (৯) ১৮ নং মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। উলেখ্য, উক্ত সড়কে কতিপয় একটি চক্র দীর্ঘদিন অপরাধ মূলক কাজ করার প্রচেষ্টা চালিয়ে আসছিল।