October 30, 2024
আঞ্চলিক

পাইকগাছায় লতা ইউনিয়নের উপ-নির্বাচনে তফসিল ঘোষণা

পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় লতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচন কমিশন (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আওয়াল বলেন, বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাপত্র দেয়ার শেষ ৩১ জানুয়ারি, যাচাই-বাছাই ৩ ফেব্রুয়ারী ২৮ ফেব্রুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ৩নং লতা ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান দিবাকর বিশ্বাস ২০ অক্টোবর’২০১৮ মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
৯ হাজার ৬৫২জন ভোটার অধ্যুষিত এলাকায় সম্ভাব্য ৭জন প্রার্থী দিবাকর বিশ্বাসের মৃত্যুর পরপরই প্রচার-প্রচারণা শুরু করেন। সম্প্রতি কনকনে শীতে ভোটারদের মন আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রচার-প্রচারণায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে, সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, চিত্তরঞ্জন মন্ডল, প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী দেবী রাণী বিশ্বাস, ইউপি সদস্য দেবাশীষ রায়, বিষ্ণুপদ মন্ডল, রাধিকা গোলদার ও সঞ্জিব সরকার।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *