পাইকগাছায় রোগগ্রস্থ এক ব্যক্তির আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় শরীফ মিস্ত্রী (৩৫) নামে রোগগ্রস্থ এক ব্যক্তি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানা পুলিশের এসআই লিটন বিশ্বাস জানান, উপজেলার খড়িয়া ওকাইবাসীয়ারচক গ্রামের ইব্রাহিম মিস্ত্রীর ছেলে শরীফ মিস্ত্রী একজন রোগগ্রস্থ ব্যক্তি।
শুক্রবার সকালে কাউকে না বলে শরীফ বাড়ী থেকে চলে যায়। পরের দিন শনিবার সকালে বসত ঘরের বারান্দার আড়াই গলায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ২, তাং- ২৬/০১/২০১৯।