December 22, 2024
আঞ্চলিক

পাইকগাছায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

দ: প্রতিবেদক

খুলনার পাইকগাছায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মটর সাইকেল চালক জুয়েল (১৮) উপজেলার সিলেমানপুর গ্রামের মুনছুর সরদারের ছেলে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান সড়কের আগড়ঘাটা বাজার সংলগ্ন চেয়ারম্যান বাড়ীর মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জুয়েল মটর সাইকেল যোগে হাবিবনগর মোড় থেকে আগড়ঘাটা বাজারের আসার পথে চেয়ারম্যান বাড়ী মোড় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি পিকআপ মটর সাইকেলসহ তাকে স্বজরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গিয়ে জুয়েল গুরুতর আহত হয় এবং তার ব্যবহৃত নতুন লাল রঙের এ্যাপাসী মটর সাইকেলটি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানার ওসি এমদাদুল হক শেখ জানান, কিভাবে এবং কোন যানবাহনের সাথে দুর্ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত করতে পারেনি। রাস্তার পাশে তাকে পড়ে থাকতে দেখে এক ভ্যান চালক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ দুর্ঘটনার কারণ উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *