পাইকগাছায় দলিত সম্প্রদায়ের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর তহবিল হতে নৃ-তাত্তি¡ক দলিত সম্প্রদায়ের মাঝে নৌকা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) মুহাম্মদ আরাফাতুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের মাঝে ২টি মাছ ধরা বড় নৌকা, ২টি বেড় জাল ও ২০টি লাইফ জ্যাকেট প্রদান করা হয়।