January 15, 2025
আঞ্চলিক

পাইকগাছায় জায়গা জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় গৃহবধু আহত

 

 

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় জায়গা জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের দ্বারা এক গৃহবধু গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের অসীম মন্ডল নিজ জমিতে পাকা ঘর নির্মাণ করতে যেয়ে প্রতিপক্ষ মনোরঞ্জন মন্ডলদের দ্বারা বাঁধাগ্রস্থ হয়। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী মনোরঞ্জন মন্ডল, ছেলে অমল মন্ডল, প্রভাষ মন্ডল, অসীমের স্ত্রী মিতা মন্ডলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

বাড়ীর লোকজন দ্রæত হাসপাতালে ভর্তি করে। অসীম মন্ডল জানায়, অর্পননামা দলিলের মাধ্যমে ২০০৭ সালে ৫ শতক জমিতে ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। কয়েকদিন ধরে পাকা ঘর নির্মাণ করতে থাকায় প্রতিপক্ষরা তাকে বাঁধা দিয়ে ঘর নির্মাণে বাঁধা প্রদান ও মারপিট করে। প্রতিপক্ষ মনোরঞ্জন মন্ডল জানান, এখানে তাদের কোন জমি নেই। মারপিটের কোন ঘটনা ঘটেনি। তবে কথা কাটাকাটি হয়েছে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *