October 30, 2024
আঞ্চলিক

পাইকগাছায় জনপ্রিয় হয়ে উঠেছে পার্চিং উৎসব

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বোরো ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকা দমনে জনপ্রিয় হয়ে উঠেছে পার্চিং উৎসব। ইতোমধ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পার্চিং উৎসব করায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে পোকা দমনের এ পদ্ধতি।

জানা গেছে, চলতি মৌসুমে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর হতে উপজেলায় ৪ হাজার ২৮৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার স্থলে আবাদ হয়েছে ৪ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। লবণ সহিষ্ণু নতুন জাতের ব্রী-ধান ৬৭, জেলার মধ্যে অত্র উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয়েছে। ভাল আবাদ হলেও ক্ষতিকারক পোকার কারণে বোরো ফসল ক্ষতিগ্রস্থ হওয়া সহ উৎপাদন ব্যাহত হয়। ক্ষতিকারক পোকা যাতে ফসলের ক্ষতি করতে না পারে এ জন্য উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিভিন্ন ফসলের ক্ষেতে পার্চিং উৎসব করা হয়েছে। পার্চিং উৎসব মূলত ফসলের ক্ষেতে ডাল-পালা পুতে রাখা হয় এবং পুতে রাখা ডালে বিভিন্ন ধরণের পাখি বসে ফসলের ক্ষেতের ক্ষতিকারক পোকা মাজরা, পাতামোড়ানো ও চুঙ্গি পোকার মথ ধরে ধরে খাই। পোকা দমনের এ পদ্ধতিতে কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ইতোমধ্যে উপজেলার কাটাখালী, গোপালপুর, সরল, মালথ, রামচন্দ্রনগর, কপিলমুনি, মাহমুদকাটী, হরিদাশকাটী ও রাড়–লী সহ বিভিন্ন স্থানে পার্চিং উৎসব করা হয়েছে। পার্চিং উৎসব এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *