পাইকগাছায় ছাত্রলীগ নেতা উজ্জ্বলের মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত পাইকগাছা কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি উজ্জ্বল সরদারের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। পাইকগাছা সরকারি কলেজ ছাত্র লীগের উদ্যোগে গতকাল রোববার সকালে কলেজ মিলনায়তনে কলেজ ছাত্রলীগের সভাপতি মনোজ মন্ডলের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির পরিচালনায় মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল।
বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আওয়ামী লীগনেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, কাউন্সিলর রবি শংকর মন্ডল, প্রভাষক তরুণ কান্তি মন্ডল, সাদেকুজ্জামান, রহমত আলী, ছাত্রলীগনেতা মফিজুল ইসলাম, সাহাব কবির, রমজান সরদার, প্রদীপ মন্ডল, রইজ ও রাসেল।