পাইকগাছায় কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও এনজিও প্রতিনিধি নাজমুল বাশার। সভায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২৮টি কৃষক গ্রæপের মাঝে হ্যান্ড রিপার, ফুট পাম্প স্প্রেয়ার ও এলএলপি স্যালোমেশিন সহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিনামূল্যে প্রদানের অনুমোদন এবং বীজ ও সার প্রদানের লক্ষে ৩শ জন আউশ চাষীদের তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহিত হয়।