October 30, 2024
আঞ্চলিক

পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

 

 

পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় নগরীর পশ্চিম টুটপাড়া মসজিদ মিশন কমপ্লেক্স মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীত, জাতীয় পতাকা, অলিম্পিক পতাকা উত্তোলন ও ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজমল আহমেদ তপন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ইউনুছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাজমুল আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মহাসিনুর রহমান আফরোজ, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম লাবু, সাধারণ সম্পাদক শেখ এশারুল হক, মসজিদ মিশন কমপ্লেক্স এর সভাপতি শুকুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সুপার মাও. মফিজুর রহমান, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. জাকিউর রহমান, জিয়াউল হাসান লিটু, গহওর তারিক, ইশারাত হোসেন, এজাজ আহমেদ, জাহিদুল ইসলাম, শামীম আহমেদ, সাগর, লিটন, সাইফুর, রুবেল, রাজু বাপ্পি, আমিরুজ্জামান বুলু, শফিকুজ্জামান হাসান, কামরুল ইসলাম, আজিজ শেখ, অলোক কুমার শীল, বাবু সর্দার বাদল, সোহেল, বিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল, আকতার হোসেন, নারায়ণ চন্দ্র মজুমদার, মো. শহিদুল ইসলাম, দুলাল কৃষ্ণ দাস, শামীম আরা, রেহেনা আক্তার, আ. হামিদ, স্বপন হাওলাদার, নঈম, শহিদুলসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *