পথের বাজারে ৩০ বোতল ফেন্সিডিলসহ মহিলা আটক
খানজহাহান আলী থানা প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোষ্টে ৩০ বোতল ফেন্সিডিল সহ খাদিজা বেগম (৩৫) কে পুলিশ আটক করেছে। পুলিশ জনায়, চেকপোষ্টে নিয়মিত পুলিশী তল্লাশীকালে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খুলনাগামী একটি পরিবহন তল্লাশীর সময় মোছা. খাদিজা বেগম নামের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক হলে তার কাছে থাকা ভেনিটি ব্যাগ তল্লাশী করে ব্যাগের মধ্যে কাপুড়ে প্যাচানো ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। খাদিজা বেগম জানায় তাকে বেনাপোল থেকে জনৈক এক ব্যক্তি খুলনায় পৌছে দিতে ব্যাগটি দেওয়া হয়। এ ব্যাপারে খানজাহান আলী থানায় মাদকদ্রব আইনে মামলা হয়েছে মামলা নং-১১, তাং ১৮/২/২০।