January 3, 2025
আঞ্চলিক

নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া উপলক্ষ্যে খুলনায় সেমিনার অনুষ্ঠিত

 

আইএসপিআর

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সেফ গার্ড-২০২১’ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার গতকাল সোমবার খুলনাস্থ নৌবাহিনী ঘুাটি বানৌজা তিতুমীর এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে খুলনা নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সেমিনারে খুলনা শিপইয়ার্ড এর পরিচালক কমডোর খন্দকার আখতার হোসেন, মোংলা বন্দর কর্র্তৃপক্ষ এর সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর এম আব্দুল ওয়াদুদ তরফদার, বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি এর মেরিটাইম সাই›স ডিপার্টমেন্ট এর প্রভাষক নাজমুস সাকিব, বিআইডবিøউটিএ এর উপ পরিচালক ফরেন ট্রাফিক, মেরিন সেফটি এন্ড ট্রাফিক ম্যানেজমেন্ট মিসেস শারমিলা খানম, খুলনা বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্র সম্পদ প্রযুক্তি ডিসিপ্লিন এর প্রফেসর ড. এম এ রউফ এবং বানৌজা কপোতাক্ষ এর অধিনায়ক কমান্ডার এম আই শরীফসহ উল্লেখযোগ্য সংখ্যক আলোচকবৃন্দ অংশগ্রহণ করেন।

সেমিনারে ‘বøু-ইকোনমির মাধ্যমে বঙ্গোপসাগরের সম্পদ আহরণ ও ব্যবহারের সমস্যা ও সম্ভাবনা’, ‘সমুদ্র দূষণ এবং মেরিটাইম সংস্থাসমূহের করণীয়’, ‘ভিশন-২০৪১ এর আলোকে মোংলা বন্দরের অর্থনৈতিক অগ্রগতি’, ‘আভ্যন্তরীণ নদীপথসমূহে চলাচলের সঠিক ব্যবস্থাপনা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ’, ‘বঙ্গোপসাগরের উপক‚লীয় পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণে সচেতনতা তৈরী’, ‘বৈশ্বিক প্রেক্ষাপটে জাহাজ শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত মেরিটাইম বিশেষজ্ঞরা বøু-ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বøু-ইকোনমিসহ মেরিটাইম সেক্টর সংশ্লিষ্ট সকলকে সচেতনতার মাধ্যমে একসাথে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন, নৌবাহিনীর সমুদ্র মহড়াকে উপলক্ষ্য করে এ ধরণের একটি সচেতনতামূলক সেমিনারে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথি বক্তার মাঝে শুভেচ্ছা স¥ারক ও সনদপত্র বিতরণ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *