January 15, 2025
জাতীয়

নৌপথে ভারতের সাথে বাণিজ্য স¤প্রসারণ চায় বাংলাদেশ

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

নৌপথে ভারতের সাথে কানেকটিভিটি বাড়িয়ে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণ চায় বাংলাদেশ। গতকাল সোমবার ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিষয়টা অবহিত করেন প্রধানমন্ত্রী। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রেস সচিব বলেন, বৈঠকে দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা হয়। তিনি বলেন, ‘বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের মধ্যে নৌপথের কানেকটিভিটি বাড়িয়ে ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।’ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *