December 21, 2024
আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের প্রতিশোধ নিতে ইস্টার সানডের হামলা : শ্রীলঙ্কার মন্ত্রী

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

খ্রিস্টীয় পরব ইস্টার সানডেতে শ্রীলঙ্কাজুড়ে গির্জায় ও পাঁচ তারা হোটেলে বোমা হামলা নিউ জিল্যান্ডের মসজিদে চালানো হামলার প্রতিশোধ হিসেবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার এক মন্ত্রী। মঙ্গলবার শ্রীলঙ্কার পার্লামেন্টে এ মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাভন বিজয়বর্ধনে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রাথমিক তদন্তে বের হয়েছে এটি নিউ জিল্যান্ডের মসজিদে চালানো হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে, বলেছেন বিজেওয়ারদেনে।

শ্রীলঙ্কার হামলায় ঘটনায় দুটি স্থানীয় ইসলামি সংগঠন দায়ী, এমন ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। জেএমআইয়ের সঙ্গে মিলে ন্যাশনাল তাওহীদ জামায়াত এ হামলা চালিয়েছে, বলেছেন তিনি। জেএমআই বলতে তিনি স্থানীয় আরেকটি ইসলামি গোষ্ঠী জমিয়াতুল মিল­াতু ইব্রাহিমকে বুঝিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রোববার ইস্টার সানডে পরবের দিন শ্রীলঙ্কাজুড়ে আটটি বোমা হামলায় অন্তত ৩২১ জন নিহত ও সাড়ে ৫০০ লোক আহত হয়। এক দশক আগে বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগাররা উৎখাত হওয়ার পর এমন ভয়াবহ হামলা আর দেখা যায়নি শ্রীলঙ্কায়।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *