January 15, 2025
জাতীয়লেটেস্ট

নায়াখালীতে সিঁধ কেটে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

দক্ষিণাঞ্চল ডেস্ক
নোয়াখালীতে স্বামীর অনুপস্থিতিতে সিঁধ কেটে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, শনিবার বেলা ১টার দিকে ধানসিঁড়ি ইউনিয়নের ওই গৃহবধূ থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাকির হোসেন (৪০) ওই ইউনিয়নের নবগ্রামের এনামুল হকের ছেলে। জাকির স্থানীয় জিয়ানগরে মুদি দোকান চালান।
ওসি হাসান বলেন, গৃহবধূর অভিযোগ তার স্বামীর অনুপস্থিতির সুযোগে জাকিরসহ চারজন শুক্রবার রাতে সিঁধ কেটে তার ঘরে ঢোকেন। এরপর চারজন মিলে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় জাকিরের নাম উলে­খ করার পাশাপাশি অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার পর পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, অন্য আসামিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযানে নেমেছে পুলিশ। আর গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূর রাজমিস্ত্রি স্বামী কারাগারে রয়েছেন জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে এলাকায় মারামারির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *