January 15, 2025
আঞ্চলিক

নাটাব’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার খালিশপুর নাটাব ক্লিনিক-এর উদ্যোগে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব)-এর নিজস্ব কার্যালয়ে (শিশু পার্ক রোড, লাল হাসপাতালের পাশে) ফ্রি মেডিকেল ক্যাম্প (ফ্রি ডায়াবেটিক টেস্ট) বেক্সিমকো-এর পরিচালনায় চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। সেই সাথে য²ারোগ সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষ্যে অবিহিত করা হয়। ডাঃ মোঃ মেহেদী হাসান ১০০/১১০ জন রোগীর চিকিৎসা প্রদান করা হয় এবং ৫০-৬০ জন দন্তরোগীকে ডাঃ নাজমুস সাদাত ও ডাঃ ইসরাত জাহান চিকিৎসা প্রদান করেন। ক্যাম্প উদ্বোধন করেন নাটাব, খুলনা জেলা শাখার সভাপতি বেগম মাজেদা আলী এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক শামীমা সুলতানা শিলু। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিতি (নাটাব)-এর কেন্দ্রীয় প্রতিনিধি নূসরাত জাহান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটাব, খুলনা জেলার শাখার কোষাধ্যক্ষ প্রফুল্ল কুমার দেবনাথ, নির্বাহী সদস্য হাসান জহির মুকুল প্রমুখ।
উল্লেখ্য, প্রতি সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার খালিশপুর নাটাব ক্লিনিকে বিকেল ৩টা হতে ৫টা পর্যন্ত ২০ টাকার টিকিটের বিনিময়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *