January 15, 2025
জাতীয়

না’গঞ্জে বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

নারায়ণগঞ্জ শহরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে শহরের চাঁদমারী এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হাসানের ভাষ্য। নিহত বিপ্লব (৩১) নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল­ার চাঁদমারি এলাকার সুলতান মিয়ার ছেলে। পুলিশ বলছে, তাদের করা ‘শীর্ষ মাদক ব্যবসায়ীর’ তালিকায় বিপ্লবের নাম ছিল। মাদক আইনের ১৪টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

এসআই কামরুল বলেন, মাদক চোরাকারবারিদের অবস্থানের খবর পেয়ে রাতে চাঁদমারী এলাকায় অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশ পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে বিপ্লবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে জানিয়ে এসআই কামরুল বলেন, পুলিশের দুই কনস্টেবলও এ অভিযানে আহত হয়েছেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *